Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

দুদক হট লাইন ১০৬ এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি

106

দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি

দুর্নীতি দমন কমিশনের তফশিলভূক্ত অপরাধ সমূহের বিবরণসহ কমিশনের মাননীয় চেয়ারম্যান/ পরিচালক বিভাগীয় কার্যালয়/ উপপরিচালক সমন্বিত জেলা কার্যালয় বরাবর নিম্নবর্ণিত তথ্য সম্বলিত অভিযোগ দাখিল করা যাবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের এ অভিযোগ প্রেরণ করা যাবে। 

 

দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের ছক:

১. অভিযোগের বিবরণ ও সময় কালঃ 
২. অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত এর বিবরণঃ 
৩. অভিযুক্ত ব্যক্তির নাম, পদবী ও ঠিকানাঃ 
৪. অভিযোগকারী (যদি থাকে) নাম ঠিকানা ওটেলিফোন নম্বরসহ অভিযোগ দাখিল করতে পারবে।

 

 

 
লিখিত অভিযোগ জানাতে:
১। 'চেয়ারম্যান/কমিশনার, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুন বাগিচা, ঢাকা'  বরাবর।
২। 'বিভাগীয় পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/সিলেট' বরাবর।
৩।'উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন,  সমন্বিত জেলা কার্যালয় (অপরাধটি যে সমন্বিত জেলা কার্যালয়ের অধীন সংঘটিত)' বরাবর।
৪। ই-মেইল: chairman@acc.org.bd